ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়া শাহ মজিদিয়া রশিদিয়া হেফজখানা-এতিমখানা ও মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবি পালিত

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

চট্টগ্রামের পটিয়ায় খানেকাহ এ শাহ মজিদিয়া রশিদিয়া হেফজখানা ও এতিমখানা জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবি (সাঃ) অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বাবুর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মৌলানা মুহাম্মদ জসিম উদ্দিন।

 

আলোচক ছিলেন মৌলানা ইউসুফ বিন নুরী। উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম। সার্বিক সহযোগিতায় ছিলেন কোষাধ্যক্ষ আলহাজ্ব রুকনুজ্জমান সবুজ।এতে বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসুল বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা:) শুধু মুসলমান নয়, সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রাসুলের জীবনাদর্শ মহান আল্লাহ প্রাপ্তির পূর্বশর্ত।

 

তারা রাসুলের আদর্শ অনুসরণের মাধ্যমে নিজেদেরকে মুমিন বান্দা হিসেবে গড়ে উঠার জন্য পবিত্র রবিউল আউয়াল মাসে শপথ নেওয়ার আহবান জানান। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ-জাতির সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪