ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে উপজাতি নারীকে ধর্ষণের চেষ্টা, ছাত্রদলনেতা আটক

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে এক উপজাতি নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ছাত্রদলনেতাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, ২০ আগষ্ট, রোববার সকাল ১০ টার দিকে মহালছড়ি মাইসছড়ি ডিপি পাড়া এলাকার এক যুবতী নারী (২০)কে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত মো: সোহেল মিয়া।

 

ধস্তাধস্তির এক পর্যায়ে ভিক্টিম চিৎকার করলে আশেপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করতে এগিয়ে আসলে ততক্ষণে মোটরসাইকেল যোগে অভিযুক্ত মাইসছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোহেল মিয়া (৩৩) পালিয়ে যায়।

 

এই ঘটনায় মাইসছড়ি ভিডিপি এলাকায় পাহাড়ী- বাঙ্গালীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

ঘটনার পরপরই খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিকনির্দেশনায় কয়েক ঘন্টার মধ্যে ধর্ষণ চেষ্টা মামলার আসামী মাইসছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: সোহেল মিয়া (৩৩)কে গ্রেপ্তার করা হয়।

 

পরবর্তীতে মেয়েটির অভিযোগের ভিত্তিতে ২১ আগষ্ট, সোমবার সকাল ১১ টার দিকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধন) ২০০৩ এর ৯(৪) খ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মহালছড়ি থানার সকল আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪