ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

যমুনা লাইফের ইপিজেড মডেল অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো:

চট্রগ্রাম মহানগরীর ইপিজেডের বন্দরটিলাস্থ যমুনা লাইফ ইনসিওরেন্স কোঃ লিমিটেডের মডেল সার্ভিস সেন্টার অফিসে কর্মীদের দক্ষতা বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার (০৮আগষ্ট ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা লাইফের ডি এম ডি সুজিত কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি পি ডি মোঃ মনিরুল ইসলাম, চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুঃ বাবুল হোসেন বাবলা, ডি পি ডি, মোঃ রিয়াজ ঘরামী, জি এম মোঃ মুস্তাফিজুর রহমান, ডি জি এম মারুফা আক্তার, মোঃ রবিউল গাজী, বি এম রেহেনা আক্তার, মোঃ ইলিয়াস, মোঃ ইব্রাহীম, সানজু আকতার, মোঃ নেছার উদ্দিন, মোঃ আজিজুল, মোঃ মহিউদ্দিন।

 

এছাড়া কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন ইউ এম রোকেয়া আকতার, বৃষ্টি আক্তার, সাবিরা আক্তার, মিলা আকতার, মুন্নী আকতার‌ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে ডি এম ডি সুজিত আগস্ট ক্লোজিং ও দার্জিলিং ভ্রমণের বিষয় খুব গুরুত্বের সাথে বিবেচনা করে সময় থাকতে সঞ্চয় করার প্রতি গ্রাহকের মোটিভেশনসহ বীমা কোম্পানির সুফল পৌঁছে দিতে অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে বৃদ্ধাশ্রমকে না বলুন- যমুনার জীবন বীমায় পলিসি গ্রহণে নিরাপদ জীবন গড়ার আহ্বান জানান তিনি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪