ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে উপজেলা আ’লীগের উদ্যোগে গণভোজের আয়োজন

আবুল কাসেম, মহেশখালী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহেশখালী উপজেলা আ’লীগের উদ্যোগে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।

১৫ আগস্ট মঙ্গলবারের এই আয়োজনে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক,
উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার পাশা, সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং আ’লীগের অন্যান্য নেতারা।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আয়োজনে মোট ১৫ হাজার মানুষের খাবারের আয়োজন ছিল। মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই গনভোজন পরিবেশন করা হয়। এছাড়া নারীদেরকে আলাদাভাবে খাবার পরিবেশন করা হয়।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪