সিএনএন বাংলা২৪, রামু:
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে দেশীয় তৈরী ১টি আগ্নেয়াস্ত্র, ৮০ রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ
শুকবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমানের নেতৃত্বে রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন, ঈদগড় পুলিশ ক্যাম্পের আইসি এসআই ফয়েজুর রহমান, এএসআই এ্যামিলন বড়ুয়া ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটার তুলাতুলি ফরেস্ট অফিস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- রামু উপজেলার কচ্ছপিয়া উইনিয়নের ১নং ওয়ার্ডের গিলাতলী এলাকার মৃত মোঃ ইসলামের পুত্র আবু নয়ন প্রকাশ সোনা মিয়া (৪৫), একই ওয়ার্ডের গিলাতলী এলাকার মৃত কালা মিয়ার পুত্র আবদুল হাকিম (৪২) ও গর্জনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝিরকাটা এলাকার ওসমানের পুত্র মিজানুর রহমান (২৬)।
আটককৃতদের হেফাজত থেকে ১টি দেশীয় এলজি ও ৮০ রাউন্ড গুলিসহ তাদের ব্যবহৃত নাম্বারবিহীন একটি মোটরসইকেলও জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান জানান, গোপন সংবাদে খবর পেয়ে অস্ত্রসহ ৩ জনকে আটক ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এইচ এম কাদের সিএনএন বাংলা২৪