ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান আগামী শুক্রবার

নিজস্ব প্রতিবেদক :

 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ডাক্তার ও আইনজীবীকে সংবর্ধনা প্রদান করবে উপজেলা প্রেসক্লাব। আগামী শুক্রবার ২৯ সেপ্টেম্বর বিকাল ৩ টায় হোটেল মিলকী রিসোর্টের হল রুমে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে। টেকনাফে ৩ জন মানবিক ডাক্তার ও ১ জন বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট) ডিভিশনের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।

 

গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন টেকনাফ উপজেলা প্রেসক্লাব‘র সভাপতি নুরুল হোসাইন ও সঞ্চালনা করবেন সাধারন সম্পাদক নাছির উদ্দিন রাজ।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর, টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ এনামুল হক, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুনর রশিদ সিকদার , টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক নজরুল ইসলাম খোকন, পৌরসভার কাউন্সিলর দিল মোহাম্মদ দিলু, হোটেল মিলকী রিসোর্টের পরিচালক বদরুল হাসান মিলকী, জেলা ও দায়রা জজ আদালত, চট্রগ্রামের এডভোকেট এহছান উল্লাহ মানিক।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪