ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্বনাথের ছৈফাগঞ্জ শাহী ঈদগাহে পশ্চিম সিলেটের সর্ববৃহৎ পবিত্র ঈদুল ফিতরের জমায়েত অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের বিশ্বনাথ উপজেলার ছৈফাগঞ্জ শাহী ঈদগাহে ঈদুল ফিতরের বিশাল জমায়েত অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে আটটায় ছৈফাগঞ্জ শাহী ঈদগাহে পশ্চিম সিলেটের সর্ববৃহৎ পবিত্র ঈদুল ফিতরের জমায়েতে ঈদের নামাজে ইমামতি ও খুতবা পাঠ করেন কামালবাজার সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক মাওলানা হাবিবুর রহমান।

 

ছৈফাগঞ্জ শাহী ঈদগাহে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের বিশাল জমায়েত ও ঈদের নামাজে এলাকার প্রখ্যাত সমাজ সেবক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবির আহমদ কুব্বার, বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, ছৈফাগঞ্জ সুলতানিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা এম এ রউফ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম আজম মঞ্জু, সমাজ সেবক মইনুল ইসলাম চুনু, সাজ্জাদ মেম্বার, মতিন মেম্বার, কবির মেম্বার (প্রাক্তন) সহ দেশে অবস্থানরত এলাকার প্রবাসী, ব্যবসায়ী জনতা সহ প্রায় দশ সহস্রাধিক সিয়াম পালনকারী মুসলমান ঈদের নামাজে অংশগ্রহণ করেন।

 

কামালবাজার সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক এবং অনুষ্ঠিত ঈদের নামাজের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান এর জমায়েত পূর্ব নসিহত ও মাসলা-মাসাইলপূর্ণ বয়ান এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ প্রার্থনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতের মাধ্যমে জমায়েতের সমাপ্তি ঘটে।