ই-পেপার | শনিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর মানবাধিকার দিবস উদযাপন

সালেহ আহমদ (স’লিপক):

 

মৌলভীবাজারে রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারী) সকাল ১১টায় মানবাধিকার উদযাপন উপলক্ষে শহরের শাহ্ মোস্তফা (রহ.) কলেজ ক্লাসরুমে শিক্ষার্থীদের সচেতন ও গঠনমূলক আলোচনা করা হয়।

 

শাহ্ মোস্তফা (রহ.) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমা ধর কৃষ্ণার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিইবের কো-অর্ডিনেটর সহকারী পরিচালক ব্যারিস্টার রুহী নাজ।

 

রিইব মৌলভীবাজার জেলা সমন্বয়কারী জহর লাল দত্তের পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন রিইব প্রোগ্রাম এসোসিয়েট কর্ডিনেটর শাহিনুল ইসলাম, জেলা শিশু বিষয়ক জেলা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ, আইসিটি শিক্ষক মোঃ সাইফুল্লা, প্রভাষক মোঃ আসাদুল্লা, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার সহ-সাধারণ সম্পাদক রুহল আলম বর্ণি, দৈনিক ডেসটিনি মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক।

 

অতিথিরা সমাজের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং মৌলিক অধিকার, মানবাধিকারের অধিকার নিয়ে বিশদ আলোচনা হয়।

 

এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল ন্যাশনাল ইনডোওয়োমিন্ট ফর ডেমোক্রেসি (নিড)। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে খাদ্যসামগ্রী ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।