ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ ইজিবাইক চালক গ্রেফতার

ইয়াছমিন মুন্নী, কক্সবাজার অফিস

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর মুস্তাফা (২২) নামের এক ইজিবাইক চালক গ্রেফতার হয়েছে। সোমবার (১৪ আগস্ট) ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রঙ্গিখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার নুর মুস্তাফা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আকবরপাড়ার মুহাম্মদ আবু তাহেরের পুত্র।

টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইয়ুম চৌধুরী বলেন, ‘ নুর মোস্তফা ইয়াবার কারবারে জড়িত- এটা আগে থেকেই তথ্য ছিল। সোমবার ভোরে তাকে আটক করলে ১০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতার নুর মোস্তফাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪