ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়ার রাজাপালং`য়ে সাড়ে ৮০ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ

নিজস্ব প্রতিবেদক:

উখিয়ার রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া খালের উপর সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। সেতুটি নির্মাণ হওয়ায় পাঁচ গ্রামের জনসাধারণ যাতায়াত সহজ হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

 

রাজাপালং খয়রাতি পাড়া খালের উপর ৮০ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে চলতি অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন জানান, ৩৮ মিটার দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থ এই সেতুটি নির্মাণ হওয়ায় অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ পুনঃ স্থাপনসহ ৫টি গ্রামের মানুষের যাতায়াত সহজ হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪