ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ৯ প্রার্থীর ৭ জন জামানত হারালেন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় ৭ প্রার্থীর জামানত হারায়।

 

রোববার (৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জেসমিন আক্তার আনুষ্ঠানিকভাবে বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

 

ফলাফলে দেখা গেছে, এ আসনে স্বতন্ত্র্য প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান সিআইপি ঈগল প্রতীকে ৫৭ হাজার ৪ শত ৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র্য প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ কবির লিটন ট্রাক প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট।

 

এ আসনে যে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন, তারা হলেন- স্বতন্ত্র্য প্রার্থী মো. খালেকুজ্জমান বেঞ্চ প্রতিকে পেয়েছেন ২৯৩ ভোট। বাংলাদেশ কংগ্রেস পার্টির এম. জিল্লুল করিম শরীফি ডাব প্রতিকে পেয়েছেন ৮৪ ভোট।বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি’র (ন্যাপ) আশীষ কুমার শীল কুঁড়েঘর প্রতিকে পেয়েছেন ৩১১ ভোট।বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মহিউল আলম চৌধুরী মোমবাতি প্রতিকে পেয়েছেন ১১শত ২৫ ভোট। ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. শফকত হোসাইন চাটগামী মিনার প্রতিকে পেয়েছেন ১১৪ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আব্দুল মালেক চেয়ার প্রতিকে পেয়েছেন ৫০৩ ভোট। ন্যাশনাল পিপলস্ পার্টি’র (এনপিপি) মো. মামুন আবছার চৌধুরী আম প্রতিকে পেয়েছেন ১০৬ ভোট।

 

আসনটির মোট ভোটার ৩ লাখ ৭০ হাজার ৭৭৫ জন।যার মধ্যে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ২২৩। মোট বৈধ ভোটের সংখ্যা ৯২ হাজার ২৫৫। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৬ হাজার ৯৬৮।

 

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা জানান, প্রতিটি নির্বাচনী আসনের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে তিনি জামানত ফেরত পাবেন না। এ টাকা নির্বাচন কমিশনের তহবিলে জমা থাকবে। এ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ২২৩। যার ৮ ভাগের একভাগ ১৬ হাজার ১৫২।

 

এ হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী আসনে ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন জামানত ফেরত পাবেন না।