ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ আমিনউল্লাহ টিপু, চন্দনাইশ

চট্টগ্রামের চন্দনাইশে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিয়েছে কনফিডেন্স প্লাস কোচিং।

শনিবার (১৯ আগষ্ট ) সকাল ১০টায় উপজেলার দোহাজারি সাঙ্গু ক্লাবে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কনফিডেন্স প্লাস কোচিংয়ের শিক্ষক রিপনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর ট্রাস্ট চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। আগামীদিনে তোমাদেরই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেওচিয়া মুজাহেরুল ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওয়ারেদুল্লাহ, চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী দুলাল, চন্দনাইশ উপজেলা যুবলীগনেতা জাহিদুল ইসলাম জাহি, ছাত্র প্রতিনিধি ও চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ চৌধুরী, কোচিংয়ের শিক্ষক আবু ফয়েজ, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ আনাস সিদ্দিক, আতিকুর রহমান, শহিদ, হাসান রাসেল, শুভ রাজ, রিদুয়ান, আলী নুর, আব্দুন নুর, নন্দন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ছাত্রলীগনেতা সাজিব, হিরু, তাহমিদ, আফ্রিদি, তানভীর প্রমুখ।

অনুষ্ঠানে জিপিএ ৫ পাওয়া অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। পরে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে দোয়া করা হয়।

 

এইচ এম কাদের. সিএনএন বাংলা২৪