ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

  ফকিরহাট বারেকবিল্ডিং এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান এক বাইক চালক

নিজস্ব প্রতিবেদক :ফকিরহাট বারেকবিল্ডিং এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান এক বাইক চালক।তিনি দক্ষিন পতেঙ্গা মাইজপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।লাশ বর্তমানে বন্দর থানায় আছে।সড়ক দুর্ঘটনায় কামাল নামে এক যুবকের মৃত্যু নগরীর বন্দর থানাস্থ বারেক বিল্ডিং মোড় এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল চালক মারা গেছেন.

আজ বিকাল ২:৫০ মিনিট এর সময়ে এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।তিনি দক্ষিন পতেঙ্গা মাইজপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে হন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন এক ট্রাফিক পুলিশ।তার নাম মো: কামাল উদ্দিন( ৩৮) বলে জানা‌ গেছে।নিহতের লাশ বর্তমানে বন্দর থানায় আছে।