ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাউজানে ডাকাতি করতে গিয়ে তিন ডাকাত ধরা

রাউজান সংবাদদাতা :

চট্টগ্রামের রাউজানে ডাকতির প্রস্তুতির সময় বিপুল অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া সংযুক্ত সলিং রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার তিনজন হলেন নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুহাপাড়ার জহির আহম্মদ বাড়ির হাজী আবদুস সামাদ ওরফে বেলাল মিয়ার ছেলে জানে আলম (৪৬), বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীব উল্লাহ পাড়ার সমিউল্লাহ চৌধুরী ছেলে আবদুল্লাহ খোকন ওরফে লেংড়া খোকন (৩৮), হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক ওরফে বাবু (২৮)।

 

তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (এলজি), দুই রাউন্ড কার্তুজ, দুটি রামদা, একটি লোহার তৈরি কাটার, একটি ধারালো দা উদ্ধার করা হয়। রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অবস্থানকালে আন্তজেলা ডাকাতদলের তিন সদস্যকে বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

আমির, সিএনএনবাংলা২৪