ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ’র উদ্বোধন

ক্রিড়া প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে ৫ জুলাই বিকেলে পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি ফুটবল দল চট্টগ্রাম রেঞ্জ দলের মোকাবেলা করে।

এসময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, প্রবীর কুমার রায়, অ্যাডিশনাল ডিআইজি (অর্থ ও প্রশাসন), চট্টগ্রাম রেঞ্জ; সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ, মহানগরী ক্রিড়া সংস্থার ফুটবল ‌সম্পাদক ইবাদুল হক লুলু, সিজেকেএস কাউন্সিলর ও চট্টগ্রাম চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপনসহ সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম রেঞ্জ দল ২-১ গোলে সিএমপি টিম কেপরাজিত করে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: