ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চিটাগাং চেম্বার এমপ্লয়িজ ইউনিয়ন’র দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আগ্রাবাদস্থ দ্যা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার অব কমার্স এমপ্লয়িজ ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় নবনির্বাচিত কমিটিকে দায়িত্বভার অর্পণ করে বিদায়ী কমিটি।

 

বিদায়ী কমিটির পক্ষে উপস্থিত ছিলেন জনি বড়ুয়া, সোহাগ হোসেন, জেবল হোসেন এবং জিকু। নবনির্বাচিত কমিটির পক্ষে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, এসএম আলমগীর হোসাইন, আইয়ুব খান, শফিকুল ইসলাম চৌধুরী ও নাসির উদ্দীন আহমদ। বিদায়ী কমিটির পক্ষে বক্তব্য রাখেন জনি বড়ুয়া।

 

উক্ত সভায় আরও বক্তব্য রাখেন- এরশাদ হোসেন চৌধুরী, করিম উদ্দিন চৌধুরী, এসএম ওসমান, আবুল মোজাফফর, আইয়ুব খান, শফিকুল ইসলাম চৌধুরী, এসএম আলমগীর হোসাইন, হাবিবুর রহমান প্রমুখ।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা ২৪