ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে বন্যার পানিতে ভেসে নিখোঁজ উপজাতির মরদেহ উদ্ধার

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে বন্যার পানির ভেসে নিখোঁজ এক উপজাতি ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত ফংছা মার্মা (৬৫) সোনাইছড়ি এলাকার ঠাকুর পাড়ার ৪নং ওয়ার্ডের মৃত মংক্য মার্মার পুত্র।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকার কুদু খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।স্থানীয় ইউপি চেয়ারম্যান এন্যানিং মার্মা বিষয়টি নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান জানান, ফিংছা মার্মা গত ৭ আগস্ট নিজের চাষের জমিতে কাজ করার উদ্দেশ্যে বাড়ি হতে রওনা দিয়ে কুদু খাল পার হওয়ার সময় তীব্র শ্রোতে ভেসে যান। নিখোঁজের খবর পেয়ে এলাকার লোকজন তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বুধবার সকাল ৭টার দিকে কুদু খালে গাছের শেকড়ের সাথে লেগে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪