ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে সুজনের মানববন্ধন : রাজনৈতিক সংঘাত বন্ধ করে সংলাপে বসার আহবান

খাগড়াছড়ি প্রতিনিধি:

বিরাজমান রাজনৈতিক সংকট নিরসন ও রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবান জানিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক।

শনিবার সকালে শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যাপক মধু মঙ্গল চাকমা।

মানববন্ধনে সুজন সদস্যরা ছাড়াও ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন প্রকৌশলী নির্মল দাশ, বাবুল দেব, সুদর্শন দত্ত, নমিতা চাকমা, আজিম উল হক, প্রদীপ চৌধুরী ও তমাল দাশ লিটন প্রমূখ।

বক্তারা চলমান রাজনৈতিক অচলাবস্থার উত্তোরণে সংলাপ ও সমঝোতার আহবান জানান। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে রাজনৈতিক সংঘাত ও সরকারি প্রতিষ্ঠানে হামলা ভাংচুরের নিন্দা জানান।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪