ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচনে ফের সভাপতি হোসেন,সম্পাদক জুবাইরুল হক

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ

 

নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির দ্বিবার্ষীক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তাদের নিজস্ব কার্যালয়ে সভাপতি পদে সরাসরি ব্যালেট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয।

 

দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪ এর অনুষ্টিত এ নির্বাচনে সভাপতি পদে বর্তমান সভাপতি মো: হোসেন ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সমিতির প্রভাশালী সদস্য এম,এ সামাদ পান ১০ ভোট।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সমিতির মোট ভোটারের সংখ্যা ৩৪ এর মধ্যে ৩৪ ভোটই প্রয়োগ করেন ভোটাররা। এতে ১৪ভোটের ব্যবধানে পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মোঃ হোসেন।

অপরদিকে বিনা-প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক জুবাইরুল হক ও অর্থ-সম্পাদক পদে ফাহিম ইকবাল চৌধুরী খাইরু,সহ-সভাপতি-রফিকুল ইসলাম নির্বাচিত হন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারে দায়িত্ব পালন করেন আবু তাহের বাহাদুর, সদস্য সচিব মো: ইমরান, সহকারি নির্বাচন কমিশন সদস্য মো. ইছুপ।