ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু 

সিএনএন বাংলা২৪,কক্সবাজার:
কক্সবাজার জেলা কারাগারে মাদক মামলায় বন্দী মুহাম্মদ রফিক (২৯) নামের এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকাল দশটার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুহাম্মদ রফিক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহপাড়ার মৃত নুরুল কবিরের পুত্র।

কক্সবাজার জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে মুহাম্মদ রফিক স্ট্রোক করলে তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রফিক একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় একবছর ধরে কারাবন্দী ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪