ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের চকরিয়ায় ২যুবকের সলিল সমাধি

স্টাফ রিপোর্টার

চকরিয়া। উপজেলার মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু। আজ ২৪ এপ্রিল দুপুরে ২যুবকের মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা।

 

নিহত ব্যক্তিদের নাম মোঃ মনসুর আলম (২১)এবং মোঃ মুবিন (১৯)। তাদের বাড়ি চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউপির কালা গাজী সিকদার পাড়া বলে জানা গেছে।

 

ইতিপূর্বে গত ১০ এপ্রিল মাতামূহুরী নদীতে হাজিয়ান পয়েন্টে গোসল করতে নেমে গৃহবধু হাজেরা (৪৫) হারিয়ে যায়, আজও হাজেরার লাশ খুজে পাওয়া যায়নি।