ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

সাবেক এমপি বদির সহযোগিতায় টেকনাফে ড্রেন নির্মাণ শুরু

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের বহুল আলোচিত দানবীর উখিয়া টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদি`র নিজস্ব তহবিল থেকে ড্রেন নির্মাণের জন্য ৪ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছেন।

 

এ অনুদানের টাকা দিয়ে টেকনাফ সদরের নাজির পাড়া এলাকায় ৫শ` ফুট ড্রেন নির্মান কাজ শুরু করেছেন এলাকাবাসী।

টেকনাফ সদরের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক জানান, টেকনাফ সদর নাজির পাড়া এলাকায় জলাবদ্ধতা নিরসনে এমপি বদির নিজস্ব তহবিল হতে ৫শ` ফুট ড্রেন নির্মাণের জন্য বরাদ্দ প্রদান। শনিবার ১ জুন ড্রেইন নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

এতে উপস্থিত ছিলেন,কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী জাফর আলম, নাজির পাড়ার নুর মোহাম্মদ, গুরা মিয়া, তরুণ উদ্যেক্তা ফেরুছ উদ্দিন, আব্দু শুক্কুর, নুরুল হক ও মো হোছন।

উল্লেখ্য যে, নাজির পাড়া গ্রামে বর্ষা মৌসুম ২শ` পরিবারসহ স্কুল, মাদরাসা, কলেজ শিক্ষার্থী দের চলাচলে অযোগ্য হয়ে পড়ে ওই রাস্তা। বিষয়টি এলাকাবাসীর সাবেক এমপি বদি`র কাছে ড্রেন নির্মাণে সহযোগিতা চাইলে তিনি ৪-লক্ষ টাকা নগদ প্রদান করেন। এলাকার শত-শত নারী পুরুষ আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে ড্রেন এর কাজ শুরু করেন।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪