ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাকরিপ্রার্থী লিখলেন-গৃহিণী হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতা

সিএনএনবাংলা ডেস্ক:

নারীদের গৃহকর্মের স্বীকৃতির দাবি এখন জোরেশোরেই উঠেছে। জাতিসংঘও এখন গৃহিণীর কাজের আর্থিক মূল্য নির্ধারণের কথা বলছে। অবশ্য ভারতীয় এই নারী এক ধাপ এগিয়ে; তিনি চাকরির সিভিতে লিখেছেন, গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতার কথা!

 

ভারতীয় কনটেন্ট মার্কেটিং সংস্থা গ্রোথিকের প্রতিষ্ঠাতা যুগাংশ চোকরা সম্প্রতি লিঙ্কডইনে সেই সিভির একটি ছবি শেয়ার করেছেন। অবশ্য তিনি চাকরিপ্রার্থীর পরিচয় গোপন করেছেন।

সিভিতে একজন গৃহকর্মী হিসেবে ১৩ বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন ওই চাকরিপ্রার্থী। একজন গৃহিণীর গুরুত্বপূর্ণ ভূমিকা এভাবে চাকরির সিভিতে তুলে ধরার জন্য ইন্টারনেটে প্রশংসায় ভাসছেন ওই নারী।

লিঙ্কডইন পোস্টে যুগাংশ চোকরাও এই চাকরিপ্রার্থীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি গৃহিণীর কাজকে পরিবারে ‘চ্যালেঞ্জিং ভূমিকা’ বলে অভিহিত করেছেন।

চোকরা লিখেছেন, ‘আমরা এই সিভিটিতে দেখেছি, একজন গৃহিণী হিসেবে তাঁর ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমার এটা পছন্দ করার কারণ হলো, একটি পরিবার পরিচালনা করাই আসলে প্রকৃত কাজ, যে কাজকে অবমূল্যায়ন করা যায় না। পেশাগত দক্ষতা থাকা সত্ত্বেও ভারতে ২০ শতাংশেরও কম নারী চাকরি করছেন। গৃহকর্মে লিঙ্গবৈষম্য কমাতে পারলে বিবাহিত নারীরা চাকরিতে অংশ নিতে পারেন।’

লিঙ্কডইনে পোস্টটির নিচে প্রচুর ইতিবাচক মন্তব্য পড়েছে। একজন লিখেছেন, ‘পরিবার পরিচালনা করা সত্যিই একটি পূর্ণকালীন চাকরি। এই অভিজ্ঞতা সিভিতে যুক্ত করা দেখে খুব ভালো লাগছে।’

একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ‘আমার যাত্রাও একইরকম…আমি মাতৃত্ব উপভোগ করার জন্য কর্মজীবনে বিরতি দিয়েছিলাম। কিন্তু এর মানে এই নয় যে, আমি নিজেকে আপডেট রাখিনি। সেই সময়ে আমি চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি। স্বাস্থ্যের প্রতি কীভাবে যত্ন নিতে হয় সেটি জেনেছি।’

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪