ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় সাঈদীর জানাজাকে কেন্দ্র করে একজন নিহত, আহত ৬

স্টাফ রিপোর্টার, চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া উপজেলায় জামায়াতনেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজাকে কেন্দ্র করে সংঘর্ষে ফোরকানুল ইসলাম (৫৫) নামের একজন নিহত হয়েছেন। সংঘর্ষে পুলিশ ও আশপাশের একাধিক গাড়ি ভাংচুর করেছে জামায়াতের নেতাকর্মীরা। এসময় আহত হয়েছেন অন্তত ৬ জন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সৈয়দ ইফতেখারুল ইসলাম একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত ফোরকানুল ইসলাম চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আবদুল বারি পাড়ার মৃত ফজলুর রহমানের পুত্র।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ জাবেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ ও ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪