ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেঙ্গু আক্রান্তে ৬ জনের মৃত্যু, রোগী ভর্তির রেকর্ড

সিএনএনবাংলা২৪:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৩৬ জন, যা একদিনে সর্বোচ্চ। এ সময় ছয় জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা গেছেন ৭৩ জন।

 

রবিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫১৬ জন ঢাকার। অন্যান্য বিভাগের ৩২০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ৭৫০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ৯৬৮ জন। বাকি ৭৮২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৯৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ১০ হাজার ১৩১ জন।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪