ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

ইকরা তৌহিদ মিম

চট্টগ্রামে ড্রেনের পানিতে ডুবে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী নিপা (১৮) মারা গেছেন। সোমবার (৭ আগস্ট) সকাল নয়টার দিকে হাটহাজারী উপজেলার চসিক ১ নম্বর ওয়ার্ডের ইসলামিয়াহাট বাদামতল এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শিক্ষার্থী নিপা পালিত ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। তিনি সকালে হাটহাজারী কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন।

 

পুলিশ জানায়, বাড়ি থেকে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময় ড্রেনের পানিতে ডুবে নিপা পালিত মারা যান।

নিহতের বড় ভাই বাদল পালিত বলেন- ‘নিপা হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় বাড়ির পাশে একটি ড্রেনে পড়ে যায়। নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। যার কারণে ড্রেনে পড়লে সে আর উঠতে পারেনি’।

 

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অপারেশন অফিসার আবদুল গোফরান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিপার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪