ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ টেকনাফে একজন আটক

নুর মোহাম্মদ কক্সবাজার

টেকনাফে অভিযান পরিচালনা করে আব্দুর রহিম নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। এসময় তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব মহেশখালী পাড়ার মৃত সাব্বির আহমদের পুত্র।

 

জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদকভাবে মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেন। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ জুলাই এ সব তথ্য জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় গাউছিয়া ষ্টোরনামীয় দোকানের সামনে রাস্তার উপর মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করার উদ্দেশ্যে অবস্থান করছে।

 

এ সংবাদের ভিত্তিতে রবিবার রাতে অভিযান পরিচালনা কালে পালানোর চেষ্টাকালে আবদুর রহিম (৩৯) নামের একজনকে গ্রেফতার করে। পরে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে রক্ষিত শফিং ব্যাগ তল্লাশী করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪