ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

টেকনাফ উপজেলার চাকমারকুলে রোহিঙ্গা ক্যাম্পের বাহিরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) রোহিঙ্গারা চাষের জমিতে মৃতদেহ পড়ে থাকতে দেখে।

চাকমারকুল ২১ নং ক্যাম্পের মাঝি আজিজুল হক জানান, দুপুরের দিকে এক নারীর অর্ধগলিত মৃতদেহ চাকমারকুল ক্যাম্পের কাঁটাতারের বাহিরে পড়ে থাকতে দেখে। পরে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশকে খবর দিলে অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত লাশটি রোহিঙ্গা হতে পারে।

টেকনাফ হোয়াইক্যং ২১ নম্বর ক্যাম্পের কাঁটাতারের বাহিরে অর্ধগলিত হাত-পা বাঁধা অবস্থায় পুলিশের একটি দল অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পরিচয় সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪