মহেশখালী সংবাদদাতা:
মহেশখালী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি থেকে বিদায় উপলক্ষে ৩০ জুলাই, রোববার দুপুরে অধ্যক্ষের কক্ষে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সংবর্ধিত অতিথি মোহাম্মদ ইয়াছিন।
কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক আশিষ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
সহকারী অধ্যাপক এস,এম ইমতিয়াজুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এফ.এম শামীম, ওসি (তদন্ত) তাজ উদ্দিন।এছাড়াও কলেজের শিক্ষক – কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন বলেন, মহেশখালী কলেজটি উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পড়ালেখার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিক ভূমিকা রাখতে হবে।