ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে শেখ রাসেল দিবস উদযাপিত

কর্ণফুলী প্রতিনিধি, চট্টগ্রাম :

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা প্রশাসন কর্তৃক শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়েছে।

 

১৮অক্টোবর (বুধবার) সকাল থেকে কর্ণফুলী উপজেলা প্রশাসন শহীদ শেখ রাসেল দিবস উপলক্ষ্যে রাষ্ট্রীয়ভাবে তৃতীয়বারের মতো ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্য নিয়ে‘ শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপন করে।

 

শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিষুষ কুমার চৌধুরী সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, বীর মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. রুম্মান তালুকদার, পরিবার পরিকল্পনা অফিসার ডা. সোমা চৌধুরী, উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, যুব ও ক্রীড়া কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা সবুর আলী,সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আমাতুল্লাহ আরজু, তথ্য আপা রেখা রাণী দাশ, সহকারি প্রোগ্রামার ফাতেমা জান্নাত স্বর্ণা, স‍্যানিটারী ইন্সপেক্টর মনোয়ারা বেগম ও বিদ‍্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

 

এতে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। আলোচনা সভা শেষে প্রাথমিক ও মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, শ্রেষ্ট ল‍্যাব বিভিন্ন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪