ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্প এখন জঙ্গিবাদের আস্তানা: তথ্যমন্ত্রী

নাজমুন নাহার সাথী, ঢাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো এখন জঙ্গিবাদের আস্তানা হয়ে উঠেছে।

শনিবার (২৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইনস্টিটিউট অব জেনোসাইড স্টাডিজের আয়োজনে এক সেমিনারে এ কথা জানান তথ্যমন্ত্রী।

 

তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের যেখানে জায়গা দেওয়া হয়েছে, সেখানে ঘন বনাঞ্চল ছিল। বর্তমানে সেগুলো ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলো জঙ্গিদের কর্মী সংগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। দ্রুত তাদের মিয়ানমারে পাঠানো এবং নাগরিক অধিকার নিশ্চিত করাই একমাত্র সমাধান।

 

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কোনো চাপ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ভারত আর চীন এক সঙ্গে এ উদ্যোগ নিলে রোহিঙ্গাদের ফেরানো সম্ভব।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জামিলা এ চৌধুরী, ভাইস চ্যান্সেলর ড. আখতারুজ্জামান, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা মফিদুল হক, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪