ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ আন্ত-ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ মহেশখালী উপজেলা কমিটি গঠিত

আবুল কাশেম, মহেশখালী:

মহেশখালীতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আন্ত-ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মাওলানা শামসুল আলম জিহাদি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল লালনভুমির ধারাবাহিকতা অব্যাহত রাখা সকলের নৈতিক দায়িত্ব। সকল শ্রেণির মানুষকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানবতা প্রতিষ্ঠা করা একান্ত প্রয়োজন। মুসলিম, হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টানসহ সকল ধর্মের লোকদের একতাবদ্ধ হয়ে মানবতার স্বার্থে কাজ করা সকলের কর্তব্য।

 

পরে বাংলাদেশ আন্ত-ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ মহেশখালী উপজেলায় সাংবাদিক মোঃ রমজান আলীকে সভাপতি, কবি সুব্রত আপনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

 

সভায় পুরো মহেশখালী জুড়ে কমিটি গঠন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। কমিটিতে রয়েছেন, সিনিয়র সাংবাদিক মোঃ ফরিদুল আলম দেওয়ান, প্রভাষক মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম সোহেল, অধ্যাপক আশীষ চক্রবর্ত্তী, মাষ্টার ব্রজ গোপাল ঘোষ, আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দি, সাবেক কাউন্সিলর ডাঃ রতন দে, সাবেক কাউন্সিলর সনজিত কুমার পাল, ডাঃ রতন, মাষ্টার দুলাল ভট্রাচার্য্য, তন্ময় সুশীল, রাখাইন প্রতিনিধি ক্যাচিং রাখাইন, হোয়ানক ইউনিয়ন পরিষদের মেম্বার মাওলানা আজিজুল্লাহ, মেম্বার জাগির হোসেন, সাবেক মেম্বার ফজলুল করিম, সাবেক মেম্বার আবুল হাশেম, মৌলানা আমানুল্লাহ, হাফেজ সিরাজুল হক, প্রবোধ কুমার দে, রাজ বিহারি দে, নিরোধ বরণ দে।

 

ছোট মহেশখালী ইউনিয়নে মাওলানা আব্দুল হাকিম, বড় মহেশখালীতে মাওলানা আখতার হোসাইন, কালারমারছড়ায় মাওলানা জাকের হোসাইন, উত্তর নলবিলায় বাবু মাষ্টার জেমসন বড়ুয়া, মাতারবাড়িতে নাছির উদ্দিন, মোঃ দানু মিয়া সওদাগর, শাপলাপুরে এডভোকেট নজরুল ইসলাম, ধলঘাটায় মাওলানা জাফরুল আলম, কুতুবজোমে হাফেজ মোঃ বেলাল। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ডাঃ আব্দুর রহিম, তপন কান্তি দে, মাওলানা আনছার, ডাঃ রতন চন্দ্র দে, মাষ্টার আলী আহমদ, আমান উল্লাহ, হাফেজ আবুল কাশেম, মাওলানা হাবীবুর রহমান, মোস্তাক আহমদ, নুরুল হাশেম, ডাঃ আলী আজগর, সোনারাম সওদাগর, কবির আহমদ, আমির হোসেন, ডাঃ কবি মাহবুবুল আলম মুকুল, কমল হরি দে, মাষ্টার কমল হরি, হাবীব উল্লাহ সওদাগর, আব্দুল করিম, মোহাম্মদ বেলাল, জাফর আলম, বাবুল কান্তি দে।

 

শাহ আলমের সভাপতিত্বে ও বিপিন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আন্ত-ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় সভাপতি, কক্সবাজার জেলায় ৫ বারের নির্বাচিত জেলার শ্রেষ্ঠ ইমাম মাওলানা শামসুল আলম জিহাদি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সবাইকে একযোগে মানবতার স্বার্থে কাজ করে যেতে হবে। বাংলাদেশ সারা পৃথিবীতে ব্যাপকভাবে পরিচিত যে, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। বাংলাদেশেে মুসলিম, হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টানসহ বিভিন্ন মানবজাতির সহাবস্থান।

 

এইচ এম কাদের সিএনএন বাংলা২৪