নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে ডিজিটাল দেশে রুপান্তরিত করেছেন। ডিজিটাল বাংলাদেশর সুফল এখন দেশের প্রতিটি নাগরিক ভোগ করছেন।
রবিবার (৯ জুলাই) বেলা ১২ টায় রামু উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের বাকঁখালী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়।
সরকার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ দিচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ তথ্য প্রযুক্তিখাতে আরো উৎকর্ষতা অর্জন করে উন্নয়নশীল, সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা লাভ করবে। বর্তমানে প্রজন্ম তথা শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিখাতের সুফল কাজে লাগিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষিত জনগোষ্ঠিকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
কক্সবাজারের রামুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি কমল এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভুমি) নিরুপম মজুমদার বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশে ঘটিয়ে সরকার তথ্য প্রযুক্তির বিপুল সম্ভাবনাকে আরো কার্যকর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের স্মার্ট ও তথ্যপ্রযুক্তি শিক্ষাক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের ন্যায় রামু উপজেলার ২৬টি মাধ্যমিক স্কুল ও মাদরাসাস ৩৫৭ জন মেধাবী শিক্ষার্থীকে মোবাইল ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরা। ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইনুল ইসলাম মাতব্বর, রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুন নাহার, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার জাহান চৌধুরী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি কর্মকর্তা মুরশেদ আলম নুরী বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে মোবাইল ট্যাবলেট পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আদিত্য কুমার বড়ুয়া, জোয়ারিয়ানালা এইচএম সাচিঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বিজয় কুমার শর্মা ও জোয়ারিয়ানালা শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমা মুস্তারিন সাদিয়া বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে মোবাইল ট্যাবলেট বিতরণ করেন।
নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪