ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক :

নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় গুরুত্বর আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার দিবাগত রাতে কলেজ গেইট মার্কেটে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

 

পরে ঘটনাস্থলে পার্শ্ববর্তী রামু ফায়ার সার্ভিস দমকল বাহিনী ও স্থানীয়রা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকলকর্মী ও স্থানীয়রা জানান, আব্দুর শুক্কুরের দোকান থেকে আকস্মিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে নগদ টাকা মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

এদিকে পরদিন (১২ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন ও নায়েক সুবেদার বিল্লাল হোসেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, সকালে ঘটনাস্থলে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনী পরিদর্শন করছেে। কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪