ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ২৫২০ ইয়াবা ও ট্রাকসহ দু’জন আটক

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় গোয়েন্দা পুলিশ (বন্দর ও পশ্চিম) জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ আলী হোসেনের

দিকনিদের্শনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীরের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ কেফায়েত উল্লাহ পিপিএম’র নেতৃত্বে, এসআই মোহাম্মদ মহসিন উদ্দীনসহ রোববার (১৬জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার ফুলকলি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নিকটে জাহাঙ্গীর মিস্ত্রীর গ্যারেজের সামনে রাস্তার উপর থেকে ২৫২০ ইয়াবা ও ১টি ট্রাকসহ মোঃ লিয়াকত আলী বাপ্পারাজ (বাপ্পী)ও মোঃ সলিম উল্ল্যাহ (সেলিম ) কে আটক করা হয়।

 

আটকককৃত ব্যক্তিরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কমদামে সংগ্রহ করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে আসে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

আটককৃতদের সিএমপি’র বাকলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে কতর্ব্যরত পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪