সালেহ আহমদ (স’লিপক):
ন্যাশনাল কনসোর্টিয়াম ফর সোসাইটাল রেসিলিয়েন্স সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য গেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বাংলাদেশ এয়ারলাইনসে যুক্তরাজ্যের উদ্দেশ্য যাত্রা করেন। তিনি বিশ্বের স্বীকৃত প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম ম্যানচেস্টার ইউনির্ভাসিটি অব লন্ডনে বুধবার (৬ মার্চ) সামাজিক সহনশীলতা বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে যোগদান করবেন।
চলমান বিশ্ব রাজনীতি ও সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ম্যানচেস্টার ইউনির্ভাসিটি বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য দিক-নির্দেশনামূলক এ সেমিনার ও সম্মেলনের আয়োজন করে।
এছাড়াও তিনি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানমালায়ও যোগদান করবেন বলে জানা গেছে।
মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান লন্ডন যাওয়ার প্রাক্কালে পৌরসভার সকল সম্মানিত নাগরিকবৃন্দ, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সহ অনেকের সাথেই সময় স্বল্পতার জন্য দেখা করে বিদায় নিতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন।
পাশাপাশি তার এই সফর যেন সুষ্টভাবে সম্পন্ন করে সুস্থভাবে স্বদেশ প্রত্যাবর্তন করতে পারেন এ জন্য তিনি মৌলভীবাজার পৌরবাসীর দোয়া কামনা করছেন।
তিনি আগামী ১৫ মার্চ যুক্তরাজ্যে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে জানিয়েছেন।