ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জ্বালাও-পোড়াও-নৈরাজ্যের রাজনীতির বিরুদ্ধে পটিয়ায় নারী সমাবেশ

আবদুল হাকিম রানা, পটিয়া:

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার এদেশে জ্বালাও পোড়াও এবং সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিল। তারা সেদিন বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মত নারকীয় হত্যাকান্ড ঘটিয়ে সারাদেশে আতংক ছড়িয়ে দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভোট ও রায় নিয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।

 

বতর্মানে স্বাধীনতা বিরোধী অপশক্তি তার উন্নয়নে ব্যাহত করে বাংলাদেশকে আবারো পেছনে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে আমাদের নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি   শুক্রবার চট্টগ্রামের পটিয়ায় সম্মিলিত নারী সমাজের উদ্যোগে জ্বালাও, পোড়াও, নৈরাজ্যের রাজনীতির বিরুদ্ধে আয়োজিত এক নারী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

কর্ণফূলী কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরুর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে  বক্তব্য রাখেন নারী নেত্রী রোকেয়া বেগম, সেলিনা বেগম, নুরুন নাহার, জোলেখা বেগম, হোসনে আরা বেগম, শীমা ভট্টাচার্য, শীলা দাশ, ফেরদৌস বেগম, ময়ুরী আকতার, রুমা আকতার, বেবী নন্দী, রেখা দাশ, তসলিমা নুর, কোহিনূর আকতার প্রমুখ।

 

এতে হুইপ সামশুল হক চৌধুরী জ্বালাও পোড়াও রাজনীতির বিরুদ্ধে সারাদেশে উন্নয়নের কান্ডারী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানানোর জন্য একযোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনা নারীদের কল্যাণে মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা শিক্ষা ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান করে যাচ্ছেন। যা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। অন্যথায় বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে এদেশকে
সন্ত্রাস নৈরাজ্য ও হাওয়া ভবন সৃষ্টি করে আবারো  দুর্নীতির রামরাজত্ব করতে নতুন ইংনিস শুরু করবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪