ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (২রা ফেব্রুয়ারী) বিকেলে শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত দাস, চেম্বার সদস্য এডভোকেট গৌছ উদ্দিন লিক্সন, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন, চেম্বার সদস্য ব্যবসায়ী মনোয়ার আহমেদ রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদ মাহাবুল আলম প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ চেম্বারের সদস্যবৃন্দ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী, বিভিন্নস্তরের ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।