ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

উখিয়া ও চকরিয়ায় পাহাড় ধসে মা-মেয়েসহ ৪ জনের মৃত্যু

কক্সবাজার অফিস:

কক্সবাজার জেলার উখিয়া ও চকরিয়া উপজেলায় পাহাড় ধসে এক নারীসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) চকরিয়া উপজেলার বরইতলি ও উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

 

এরা হলেন, উখিয়া উপজেলার বালুখালির রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-৬ এর বাসিন্দা আনোয়ারুল ইসলামের স্ত্রী জান্নাত আরা বেগম (২৮) ও তাঁর শিশুকন্যা মাহিমা আক্তার (২)।

 

উখিয়ার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন- ‘টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের মা-মেয়ে মারা গেছে। খবর পেয়ে এপিবিএন ও উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে’।

ক্যাম্প এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারী রোহিঙ্গাদের অন্যত্র সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।

অপরদিকে, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, বরইতলি ইউনিয়নের বড়ঘোনা এলাকায় পাহাড় ধসে দেয়াল চাপায় একই পরিবারের দুই শিশু মারা গেছে। স্থানীয় আনোয়ার হোসেনের ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪