ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালিতে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি,মহেশখালি:

কক্সবাজারের মহেশখালি থেকে অস্ত্র ও কার্তুজসহ আরিফ উল্লাহ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৬ জুলাই) মহেশখালি উপজেলার লম্বাঘোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার আরিফ উল্লাহ মহেশখালি উপজেলার সিপাহিরপাড়ার মুহাম্মদ নুরুল হকের পুত্র।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, লম্বাঘোনা বাজার এলাকার পাকা রাস্তায় কিছু অস্ত্রধারী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিলো। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আরিফ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আরিফ উল্লাহকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এইচ নএম কাদের,সিএনএন বাংলা২৪: