ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ চট্রগ্রামের বন্যার্তদের পাশে ইনসানিয়াত বিপ্লব

আবদুল হাকিম রানা, পটিয়া

দক্ষিণ চট্টগ্রামে স্মরণকালের ভারী বৃষ্টিতে বন্যায় প্লাবিত সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মাঝে মানবিক সহয়তা পৌঁছে দিয়েছে ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর নেতাকর্মীরা।

 

গত বুধবার থেকে শুরু হয়ে শনিবার রাতভর এ ত্রাণ সামগ্রী সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

 

শনিবার মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার ১৪ নং পুরানগর ইউনিয়ন, ১৩ নং বাজালিয়া ইউনিয়ন, নয়াপাড়া, নলুয়া, কেরানিহাট, শিলঘাটা এলাকার কয়েক শতাধিক অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের পটিয়া উপজেলার নেতা নজরুল ইসলাম, মো. রাসেল, কুতুব উদ্দিন, কায়েস ফারুকী, তৌকির ইসলাম, মীর সুজন, সংগঠনের মিডিয়া সমন্বয়ক সাংবাদিক মোরশেদ আলম, এস.এম জুয়েল, নাফিজ করিম, মো.জিফন, ইমন, মহিউদ্দিন সুমন, শেখ মিনহজ ও রুবায়েত প্রমুখ।

 

ত্রাণ বিতরণকালে সংগঠনের নেতাকর্মীরা বলেন, “সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই”। এই স্লোগানকে সামনে নিয়ে আমরা ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নেতাকর্মীরা দেশের যেকোন দুর্যোগে ছুটে গিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়।

 

তারা বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রতিটা মানুষ রাষ্ট্রের সকল সম্পদের সমান অংশিদার। কোন মানুষ কষ্টে থাকলে তাদের পাশে দাঁড়ানো প্রতিটা মানুষের নৈতিক দায়িত্ব। সাতকানিয়া, লোহাগাড়ায় টানা বৃষ্টিতে ঘর বাড়ি, কৃষকদের ফসল, কৃষি জমি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে আমরা সাধ্যমত কিছু ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪