আলমগীর হোসেন,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি রামগড় সীমান্তে প্রায় এক কোটি টাকার বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ভারতীয় মোবাইল ফোন আটক করেছে রামগড় ৪৩ বিজিবি। আটকৃত মোবাইলের মধ্যে ছিল বিভো, স্যামসাং, টেকনো ইত্যাদি। আটককৃত মোবাইল এর মধ্যে সর্বোচ্চ ২ লক্ষ টাকা দামের মোবাইলও ছিল।
রোববার ৩০শে জুলাই সকাল ১১ টায় রামগড় বিজিবির জোন সদরে এক প্রেস ব্রিফিয়ে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বক্কর সিদ্দিক সাইমুম সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান ২৯ শে জুলাই গভীর রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের খেদাছড়া ব্রিজ নামক স্থানে সীমান্ত এলাকায় বিজিবি ফাঁদ পেতে থাকে।তথ্য অনুযায়ী ভারতের দিক থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
বিজিবি টহল দল ঘটনা স্থল হতে ৩২০ টি বিভিন্ন কোম্পানির ভারতীয় মোবাইল ফোন জব্ধ করে। আটকৃত মোবাইলের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে।
বিজিবি জানায় আটককৃত মোবাইল গুলো সীতাকুণ্ড কাস্টমসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় ৪৩ বিজিবির ভারপ্রাপ্ত এডজুটেন্ট ক্যাপ্টেন নূর হোসেন, ৪৩ বিজিবির উপ পরিচালক রাজু আহমেদ সহ ৪৩ বিজিবির বিভিন্ন পদ মর্যদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।