ই-পেপার | শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু

সিএনএন বাংলা ডেস্ক :

চলতি বছরের একদিনে (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটলো। রোববার ১৬ জুলাই সকাল ৮টা থেকে সোমবার ১৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৮৯ জন। এ নিয়ে চলতি বছরে ১১৪ জনের মৃত্যু হলো ডেঙ্গু আক্রান্ত হয়ে।

 

 

সোমবার (১৭জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৮৪৭ জন। বাকি ৭৪২ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকায় ৫ জন এবং ঢাকার বাইরে ৩ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ২২ হাজার ৪৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৪ হাজার ৬৯৭ জন এবং ঢাকার বাইরে ৭ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের জুন পর্যন্ত ডেঙ্গুতে যত মানুষ আক্রান্ত হয়েছেন ও যতজনের মৃত্যু হয়েছে তা এর আগে কোনো বছরের প্রথম ৬ মাসে হয়নি। দেশের ইতিহাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪