ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে এনায়েতবাজার ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

রোকনউদ্দিন জয়, চট্টগ্রাম

শোকাবহ ১৫ আগস্ট, সমস্ত বাঙালি জাতির শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই কালো দিনে চট্টগ্রাম নগরীর ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং অসহায়-মেহনতি মানুষদের মাঝে খাবার বিতরণ।

২২নং এনায়েত বাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা শুভ দত্তের তত্ত্বাবধানে এই শোক দিবস পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুবেল, ইসমাইল সাকিব, অন্তর হোড়, টিপু দে, খায়রুল ইসলাম,

মোহাম্মদ নিয়াজ উদ্দিন তামিম, নুর উদ্দিন রাকিব, রতন চৌধুরী, দিব্য খাস্তগীর, অর্ঘ্য বনিক, পরাক বিশ্বাস, মুশফিক হোসেন সাজিদ, অয়ন বড়ুয়া, অর্ঘ্য বিশ্বাস শিষ্য, রিফাত ইসলাম, অমিত ঋষি, মেহেরাজ আলিফ, মোহাম্মদ তৌহিদ, আজিজ রাহাত, আকিল, ইমতি, তামিম, তুহিন প্রমুখ।

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪