ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুর খুনিয়াপালংয়ে বনভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নুর মোহাম্মদ, ককসবাজার :

 

কক্সবাজার জেলার রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদারের নেতৃত্ব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং রেঞ্জের খুনিয়াপালং বিটের বলিঘোনা এলাকায় বন বিভাগ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

 

খুনিয়া পালং ইউনিয়নের বলিরঘোনা এলাকার মৃত আবদুর রহিমের ছেলে শামসুল আলম ১৯৯২ সনের এস আর বাগানে অবৈধভাবে নির্মাণ করা একটি টিনের ঘর উচ্ছেদ করা হয়।

 

ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদারের নেতৃত্বে হিমছড়ি ফাঁড়ির পুলিশ এ উচ্ছেদ অভিযানে সহায়তা করে। এসময় দক্ষিণ বন বিভাগের ধোয়াপালং বন কর্মচারীগণ উচ্ছেদ অভিযান অংশগ্রহণ করেন।

অবৈধ দখলদারের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে বনবিভাগ।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪