ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের সাবেক ডিসি নেত্রকোণা-৪ আসনে আ’লীগের প্রার্থী

সিএনএন বাংলা২৪:

কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানকে নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। শুক্রবার ২১ জুলাই রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়।

 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্বস্ত সুত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসানসহ মোট ৯ জন প্রার্থী দলের দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সাবেক এমপি রেবেকা মমিনের মৃত্যুতে শূণ্য হওয়া নেত্রকোণা-৪ আসনে আগামী ৪ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, কক্সবাজারের ১৬ তম জেলা প্রশাসক হিসাবে সাজ্জাদুল হাসান ২০০৭ সালের ১৩ মে থেকে ২০০৮ সালের ২৮ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

 

নুর মোহাম্মদ সিএনএন বাংলা ২৪