ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার শহরে ডিএনসির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

নুর মোহাম্মদ, কক্সবাজার:

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। এসময় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক তায়রিফুল ইসলাম’র নেতৃত্বে শুক্রবার ৮ মার্চ ককসবাজার পৌরসভার সুগন্ধা বীচ এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলো চকরিয়া উপজেলার খুটাখালীর আমান উল্লাহ ও কক্সবাজার পৌরসভার পাহাড়তলীর মোঃ ফয়সাল।

 

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিচালক মোহাম্মদ রুহুল আমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বিজয় বাদি হয়ে ককসবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

 

মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন ওই কর্মকর্তা।