ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (এমইউপি) অনিমেষ দাশ (৫৫) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

শুক্রবার (২১ জুলাই) সকাল দশটার দিকে নিজের বাড়ির পানির মোটরের (ওয়াটার পাম্প) কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন অনিমেষ। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অনিমেষ দাশ চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের ঘুনিয়া এলাকার হিন্দুপাড়ার পেরিমোহন দাশের পুত্র। তিনি ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলালউদ্দিন হেলালি বিদ্যুৎস্পৃষ্টে সাবেক এমইউপি অনিমেষ দাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪