ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মাহে রমজানকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে মিছিল

নিজস্ব প্রতিবেদক:

 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।

শুক্রবার (৮ মার্চ) আহলান সাহলান মাহে রহমান স্লোগানে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়ে এ মিছিল করা হয়।

মিছিলটি জুমার নামাজের পর শহরের চাষাঢ়া নূর মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় রমজানে মাসের পবিত্রতা রক্ষা করতে মুসলমানদের প্রতি ও সবার প্রতি আহ্বান জানান মিছিলকারীরা। এতে জুমার নামাজের পর অনেক মুসুল্লিরা এসে যোগ দেন।

মিছিলে অংশ নেওয়া আজহার উল ইসলাম বলেন, আমরা রমজান মাসে যেন পবিত্রতা রক্ষা করতে পারি সেজন্য সবার কাছে আহ্বান জানিয়ে রমজানের স্বাগত এ মিছিল করেছি।