ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামু ও চট্টগ্রাম থেকে ৬ চোরাই মোটরসাইকেলসহ ৪জন আটক

চট্টগ্রাম ব্যুরো:

সিএমপির চান্দগাঁও থানার অভিযানে চোরাই মোটর সাইকেল হেফাজতে রাখার অভিযোগে তিনজনকে আটক ও ৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিএমপির চান্দগাঁও থানার এসআই পল্লব কুমার ঘোষ সঙ্গীয় অফিসারসহ নগরীর চান্দগাঁও থানাধীন খাজা রোড সংলগ্ন খরমপাড়াস্থ খাতুন ভবন-২ এর সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ মহিউদ্দিন নামের একজনকে চোরাই মোটরসাইকেলসহ আটক করেন।

 

পরে পৃথক অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার রামু থানাধীন রাজারকুল ইউনিয়নের নাশিরকুলস্থ শিকলঘাট এলাকা থেকে মোঃ কামাল উদ্দিন ও মোঃ জয়নাল আবেদীন আবুকে আটক এবং তাদের হেফাজত থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে একটি ওয়ালটন, একটি ডিসকাভার, একটি গ্ল্যামার, একটি হর্নেট ও দুটি পালসার। আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪